ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


শেখ হাসিনার জন্মদিনে মা সমাবেশ


২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৬:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে মা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে টিএন্ডটি অফিস সংলগ্নে সাবেক মেয়র ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান বিজু এ মা সমাবেশের আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলওয়াত পাঠ করে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোজাহিদুল ইসলাম রুমি, জিহাদ হাসান, ছাত্র লীগ নেতা শামীম রেজা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সরকারি নলডাঙ্গা ভুষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাফিরুল ইসলাম প্রমুখ।

মেয়র মোস্তাফিজুর রহমান বিজু বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে ধরেন। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনা যাতে পুনরায় সরকার গঠন করতে পারে সেদিনে সকলকে সজাগ থাকতে হবে।

এসএ