ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বেনাপোলে সবুজ পরিচ্ছন্নতা অভিযান


২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৬:২০

আমার পরিচ্ছন্নতায় দেশ পরিচ্ছন্ন এরুপ প্রতিপাদ্য নিয়ে সবুজ পরিচ্ছন্নতায় আনতে পরিচ্ছন্ন অভিযান চালিয়েছি সামাজিক সংগঠন আমরা বেনাপোলের বাসিন্দা।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল নেতৃবৃন্দ বেনাপোল পৌর এলাকায় এই অভিযান চালায় সংগঠনটি।

অভিযান নেতৃত্বদেন পৌর মেয়র আশরাফুল আলম লিটন। অভিযান শেষে বেনাপোল পৌরসভা অডিটরিয়মে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মহাসিন হোসেন হৃদয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। জনসাধারনকে সচেতনতা করতে আমরা বেনাপোল বাসিন্দাদের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন তিনি।

এসএ