ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ঝিনাইদহে বিশ্ব জলাতংক দিবস পালিত


২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৫৭

জলাতংক: অপরকে জানান, জীবন বাচান এ প্রতিপাদ্যে ঝিনাইদহে বিশ্ব জলাতংক দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হাফিজুর রহমান, খামারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তারা, জলাতংক রোগ প্রতিরোধে কুকুরকে নিয়মিত জলাতংক রোগের টিকা দেওয়ার পরামর্শ প্রদাণ করেন।

এসএ