মেহেরপুরে গ্রেপ্তার ১২, হাতবোমা উদ্ধার

মেহেরপুর জেলার তিন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ছয়টি হাতবোমাসহ পরোয়ানাভুক্ত ১২ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (১ সেপ্টেম্বর) সদর উপজেলার বন্দর গ্রামে পরিত্যক্ত অবস্থায় চারটি ও গাংনী উপজেলার তেরাইল গ্রামে নির্মাণাধীন ভবনের সামনে থেকে দুইটি হাত বোমা উদ্ধার করে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেরাইল ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবনের সামনে থেকে দু’টি হাত বোমা উদ্ধার করে গাংনী থানা পুলিশ।
অপরদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানান, উপজেলার বন্দর গ্রামে লাল ও কালো টেপ মোড়ানো অবস্থায় হাত বোমাগুলো পাওয়া গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা এলাকায় ভীতি সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে হাতবোমাগুলো জড়ো করেছিল। তবে এসব বোমা কারা জড়ো করেছে সে বিষয়ে তদন্ত চলছে।
এদিকে সদর, মুজিবনগর ও গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিআর, সিআর, মাদক ও নিয়মিত মামলায় পরোয়ানাভুক্ত ১২ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
আইএমটি