মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ভিডিও গেমসের প্রলোভন দেখিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পারভেজ (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে ফতুল্লার পশ্চিম দেলপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে ১১ বছরের ওই শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। শিশুটি স্থানীয় এক মাদ্রাসার ছাত্রী।
গ্রেফতারকৃত পারভেজ ভোলার লালমোহন এলাকার ঢালীবাড়ির কাশেম ঢালীর ছেলে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৫ সেপ্টেম্বর বাড়ি পরিবর্তনের সময় পাশের বাড়ির ভাড়াটিয়া পারভেজ কিশোরীকে মোবাইলে গেমস দেখানোর কথা বলে ঘরে নিয়ে ধর্ষণ করে এবং কাউকে কিছু না বলার ভয় ভীতি দেখিয়ে ঘর থেকে বের করে দেয়। পরে বাড়ি পরিবর্তনের পর মেয়ের কান্না দেখে জিজ্ঞাসা করায় সে এ ঘটনা জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার ডিউটি অফিসার আব্দুস সালাম বলেন, ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। ধর্ষণের অভিযোগে পারভেজকে গ্রেফতার করা হয়েছে।
একেএ