ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ভোলায় করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের চেকপোস্ট


৭ এপ্রিল ২০২০ ০৫:২৯

ছবি সংগৃহীত

মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ যা দেশের কাছে স্মরণীয় হয়ে থাকবে।করোনা ভাইরাস প্রতিরোধে দেশের এই ক্রান্তিলগ্নে পুলিশ নিজেদের জীবন বাজি রেখে দেশ ও জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে দ্বীপ জেলা ভোলা জুড়ে রয়েছে পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা।

জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের নজরদারি চোখে পড়ার মতো।ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নির্দেশক্রমে ভোলা মডেল থানার ওসি মোঃএনায়েত হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে আজ (রবিবার ৬ এপ্রিল২০২০)ভোলা শহরের ইলিশা বাসস্ট্যান্ড, গাজীপুর রোড ও যুগীরঘোল মোড় এলাকায় পুলিশের চেকপোস্ট বসে।

এ সয়ম পুলিশের পক্ষ থেকে রাস্তায় চলাচল করা মানুষদের করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্তে সচেতন করা হয়। নিরাপদ দূরত্ব বজায় রেখে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়। প্রয়োজন ছাড়া বাড়ীর বাহিরে না যাওয়া এবংজরুরী প্রয়োজন ব্যতীত মোটরসাইকেলসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।