ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


স্ত্রীর মামলায় সাংবাদিক আটক


২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫২

জামালপুরের সরিষাবাড়ীতে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় সাংবাদিক মাসুদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার আরামনগর ট্রাক ষ্ট্যান্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃত মাসুদ সরিষাবাড়ীর ধানাটা গ্রামের মোজাম্মেল হকের পুত্র। মাসুদ জামালপুর থেকে প্রকাশিত দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি বলে জানা গেছে।
 
জানা যায়, বিয়ের পর থেকেই মাসুদ যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করে আসছিল। সম্প্রতি তার স্ত্রী বাদী হয়ে একটি যৌতুক মামলা দায়ের করেন। ওই মামলায় সরিষাবাড়ী থানা পুলিশ আরামনগর ট্রাক ষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 
 
এ সময় তিনি নেশা জাতীয় দ্রব্য পান করে মাতলামি করছিলেন বলেও পুলিশ জানায়। তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান শেষে লাইসেন্স ব্যতীত মদ্যপান করার অপরাধে নিয়মিত মামলা দায়ের করা হয়। 
 
গ্রেফতারকৃত সাংবাদিক মাসুদকে মাদক ও যৌতুক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছ। 
 
একেএ