নেত্রকোনায় মমতাজ চৌধুরীর শোভাযাত্রা

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী জেদ্দা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা বিশ্বদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মমতাজ উদ্দিন চৌধুরী তার নির্বাচনী এলাকায় সকল স্তরের মানুষের সাথে গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মদন উপজেলা চত্বর থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিশাল এক শোভাযাত্রা বের করে মোহনগঞ্জ গিয়ে শেষ করেন।
পরে তিনি মদন উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক ও সুশীল সমাজের মানুষের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি মদন থানার ফতেপুর, মদন পৌর এলাকা, বটতলা বাজার, জামতলা বাজার ও মোহনগন্জের জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। প্রায় ৫ শতাদিক মোটরসাইকেল শোভাযাত্রায় তার সাথে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল কদ্দুস, ফতেপুর ইউনিয়নের ওয়ার্ড সভাপতি নাহার মিয়া, আওয়ামীলীগ নেতা ছদ্দু মিয়াসহ অন্যান্যরা।
এক প্রশ্নের জবারে মমতাজ চৌধুরী নতুনসময়কে বলেন, তিনি যদি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান তবে অবহেলিত ভাটি বাংলার মানুষের ভাগ্য উন্নয়ন, ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সুশিক্ষায় কাজ করে যাবেন।
একেএ