ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


সৈয়দপুরেও ‘নো হেলমেট, নো ফুয়েল’


২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০১

নীলফামারীর সৈয়দপুরেও সড়কে নিরাপত্তা ও মোটরসাইকেল চালকদের সচেতনতা বাড়াতে হেলমেটবিহীনদের কাছে তেল বিক্রি বন্ধের উদ্যোগ নিয়েছে পুলিশ।

এ লক্ষ্যে শহরের সকল ফিলিং স্টেশনগুলোতে ‘নো হেলমেট, নো পেট্রোল’ ষ্টিকার লাগিয়ে কড়া নজরদারি করছে সৈয়দপুর থানা পুলিশ।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাজাহান পাশা বলেন, হেলমেট পড়া আরোহী ‍দুর্ঘটনা কবলিত হলে বেশি ক্ষতি হয়না। আর এটা বিহীন মারাত্বক ক্ষতি
হয়। এতে প্রায় ঘটে হতাহতের ঘটনা। আবার বেচে গেলেও দীর্ঘ যন্ত্রনায় ভোগেন আহত আরোহীরা। এ বিশৃংখল অবস্থার এ দৃশ্য খুব কাছ থেকে দেখে প্রশাসনের
লোকজন। এর কারণে উর্ধ্বত্বনদের নির্দেশনায় সৈয়দপুরের ফিলিং ষ্টেশনগুলোতে স্টিকার সাটিয়ে দেওয়া হয়েছে। পাম্পগুলো নজরদারিতে একজন করে পুলিশ
মোতায়েন করা হয়েছে।

এতে শহরের আইযুব পাম্প, খালেক ফিলিং ষ্টেশন, ইকু পাম্প, ওয়াহিদুল হাজি পাম্প, মিথুন পাম্পগুলোতে এখন হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীরা তেল পাচ্ছেন না। কর্তৃপক্ষের নেওয়া এই সিদ্ধান্ত উপজেলা জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম দিনে মটর সাইকেলের পার্টস দোকানে বেড়ে গেছে হেলমেট বিক্রি।

স্থানীয় বাসিন্দা বাবুল আহমেদ বলেন, এই উদ্যোগের ফলে মানুষ তার নিজের নিরাপত্তা নিয়ে সচেতন হবে। আমাদের
উচিত পুলিশকে সহায়তা করা।

সৈয়দপুর মেসার্স আইয়ুব ব্রাদার্স ফিলিং স্টেশনের মালিক আলহাজ্ব একরাম বলেন, “সড়কে নিরাপত্তা” এ বিষয়টি নিয়ে সকলের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এ পদক্ষেপ প্রশংসনীয়। এটি যথাযথ কার্যকর করতে সকলকে এগিয়ে আসতে হবে।


একেএ