ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


পাতানো ফাঁদে নিজেরাই আটক


২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৩:১৫

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেছেন তিন বন্ধু। জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষ ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে চেয়েছেলেন তারা। কিন্তু অন্যকে ফাঁসাতে গিয়ে তারা নিজেরাই ফেঁসে গেছেন পুলিশের জালে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন চৈতন্য গলি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চৈতন্য গলির ভাঙ্গারি ব্যবসায়ী শামছুল আলমের সঙ্গে দীর্ঘ দিন ধরে আসামি জসিমের জায়গা-জমি নিয়ে বিরোধের চলছিল।

সম্প্রতি পটিয়া থানায় শামছুল আলমের নামে মামলাও করা হয়। এরপর সেলিমের মাধ্যমে কিছু ইয়াবা টেবলেট শামছুল আলমের দোকানে রেখে তাকে ফাঁসানোর পরিকল্পনা করে জসিম। পরিকল্পনা অনুযায়ী গতকাল ৭০ পিস ইয়াবা সংগ্রহ করে আসামি জসিম ও ইমরান। পরে সেলিম সেগুলো কৌশলে কাগজে মুড়ে কেজি দরে কাগজ বিক্রির নামে শামছুল আলমের দোকানে রেখে আসে।

কিন্তু ইতোমধ্যেই কোতয়ালী থানা পুলিশ ইয়াবা বিক্রির বিষয়টি জানতে পারে। পরে আসামি সেলিমকে গ্রেপ্তার করলে পুরো ঘটনা বেরিয়ে আসে।
এ সময় আসামিকে গ্রেপ্তার করে দোকানে লুকোনো ইয়াবা উদ্ধার করা হয়।

কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএমএন