ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


শিকড়ের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত


২৮ সেপ্টেম্বর ২০১৮ ০১:২৭

রাজধানীর ফার্মগেট এলাকায় যাত্রীবাহী শিকড় পরিবহনের ধাক্কায় বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে পৌঁনে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের শ্যালক শফিকুল ইসলাম জানান, সকালে তিনি ফার্মগেটের বাসা থেকে মতিঝিল অফিসে যাওয়ার জন্য বের হন। ফার্মগেট বাসস্টেন্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বাস তাকে ধাক্কা দেয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আল রাজি হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয় জানান, ময়না তদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

বর্তমানে ফার্মগেট পূর্ব রাজাবাজার আমবাগান এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। পেশায় তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ডের (বিএডিসি) মতিঝিল হেড অফিসে কর্মকর্তা ছিলেন।

এসএমএন