পাল্টা পাল্টি ভাবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দলীয় কোন্দলের মধ্য দিয়ে পালিত হলো বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বরগুনার তালতলী উপজেলায় বিএনপির সভাপতি সম্পাদক ও সাবেক আহব্বায়কের নেতৃত্বাধীন দুটি আলাদা গ্রুপে পাল্টাপাল্টি ভাবে এ কর্মসূচি পালিত হয়।
শনিবার (১ সেপ্টেম্বর ) উপজেলার সাবেক আহব্বায়ক ফরহাদ হোসেন আক্কাস মৃধার নেতৃত্বে একটি গ্রুপ এবং সভাপতি আব্দুল মজিদ তালুকদার ও সাধারণ সম্পাদক শহিদ মেম্বারের নেতৃত্বে একটি গ্রুপ আলাদাভাবে কর্মসূচি পালন করেছে।
আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ সকল গুম, নিহত হওয়া নেতাকর্মীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় ।
এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কেক কাটা হয়।
মজিদ তালুকদারের নেত্রীত্বে শহরে বিএনপির অস্থায়ী কার্যলয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। সেখানেও মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল হক, অধ্যক্ষ হারুন অর রশীদ খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান অসিম, আমির হোসেন, ফারুক হোসেন, ইমরান হোসেন ফোরকান, হাফিজুর রহমান ও মিলন মীর প্রমুখ।
অপরদিকে, তালতলী উপজেলার সাবেব বিএনপির সাবেক আহব্বায়ক ফরহাদ হোসেন আক্কাস মৃধার নেত্রীত্বে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। ফরহাদ হোসেন আক্কাস মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মামুন, বিএনপি নেতা হুমায়ুন, কবির আকন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাজু প্রমুখ।