ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


অস্ত্র-ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী আটক


২৭ সেপ্টেম্বর ২০১৮ ২২:১২

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) চট্টগ্রাম নগরের সিটি গেইট এলাকা থেকে অস্ত্র, ফেনসিডিল ও গুলিসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকদের মধ্যে একজন নারীও রয়েছেন।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে তাদের আটক করা হয়।

তিনি জানান, সিটি গেইট এলাকায় চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে না থামিয়ে র‌্যাব সদস্যদের ওপর গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাবও পাল্টা গুলি করে। পরে ধাওয়া দিয়ে প্রাইভেটকারটি আটক করে তল্লাশি চালিয়ে ৪৯৬ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিনটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়।

র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়কালে গুলিবিদ্ধ দুই মাদক ব্যাবসায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়।

গুলিবিদ্ধ দুইজন হলেন- কোতোয়ালী এলাকার আবুল কাসেমের ছেলে মো. হানিফ (২৪) ও ফেনীর ফতেপুর এলাকার খালেদ সোবহানের ছেলে মো. ইসহাক (২৮)।

অন্যদের পরিচয় পাওয়া যায়নি। আটকদের মধ্যে একজন নারী রয়েছেন বলে জানা যায়।

আইএমটি