বজ্রপাতে ২ জেলের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এতে আরও এক জন আহত হয়েছেন।
বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৫টায় জীবননগর উপজেলার শিয়ালমারী গ্রামের আবুল কাশেম (৫৫) বিলে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হন।
অন্যদিকে উপজেলার গোয়ালপাড়ার গ্রামের আশাবুল হক জলাশয়ে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত হন তার বাবা আতিকুল ইসলাম।
একেএ