ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


কালীগঞ্জে অবৈধ মটরযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত


২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৭:৫১

সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি ও সড়ক দুর্ঘটনা হ্রাস ও সড়কে শৃংখলা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি ঝিনাইদহের কালীগঞ্জের দোয়েল মুক্ত স্কাউট গ্রুপের সদস্য মটরগাড়ির কাগজপত্র পরীক্ষার কাজ করেছে।
 
বুধবার (২৬ সেপ্টেম্বর) শহরের মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজে কলাহাটা এলাকায় দিনব্যাপী কাগজপত্র পরীক্ষা ও মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুর্বনা রানী সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যাদব সরকার, পুলিশের ২ এসআই সুজাত ও সামছুর রহমান।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিটির কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান বাবলু, দোয়েল মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এ এইচ এম আলীম ও সাধারণ সম্পাদক পল্লব কুমার মৈত্রেয়,সোহাগ, আব্দুল্লাহ, মেহেদী, তানভির, বর্ষণ, অমিত, অপুসহ দোয়েল মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা।
 
অভিযানের সময় কাগজপত্র ঠিক না থাকায় মোটারসাইকেলসহ ৩৩টি যানবাহনের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
 
একেএ