ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ইবিতে আইন বিভাগকে হারিয়ে ফাইনালে লোকপ্রশাসন


২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৭:০২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় গতবারের চ্যাম্পিয়ান আইন বিভাগকে ২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লোক প্রশাসন বিভাগ। 
 
বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ সেমি ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। 
 
খেলা শেষে উচ্ছাস প্রকাশ করে আনন্দ শোভাযাত্রা করেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। টান-টান উত্তেজনাকর এ ম্যাচে কোন দল গোল দিতে পারেনি। ম্যাচটি গোল শূণ্য থাকায় ট্রাইবেকারের সিদ্ধান্ত নেন রেফারী। ট্রাইবেকারে লোক প্রশাসন বিভাগ আইন বিভাগকে চারটি গোল দিয়ে বিজয় নিশ্চিত করে। এসময় আইন বিভাগ দুটি গোল করে। 
 
ট্রাইবেকারে আইন বিভাগের প্রথম দুর্দান্ত কিকে কৌশলে ঠেকিয়ে দেয় গোল রক্ষক মিথুন। এতে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়ে যায়। পরে লোক প্রশাসন বিভাগের পক্ষে গোল করেন রাতুল, রহিত, আদনান ও গোল রক্ষক মিথুন।
 
জানা যায়, এর আগে লোক প্রশাসন বিভাগ বাংলা বিভাগকে ১-০ গেলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে। এরপরে হিসাব বিজ্ঞান বিভাগকে ১-০ গেলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল এবং ইতিহাস বিভাগকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লোক প্রশাসন বিভাগ। এবারে আইন বিভাগকে ৪-২ গোলের মধ্য দিয়ে ফাইনাল নিশ্চিত হয় তাদের।
 
উত্তেজনাপূর্ণ এ খেলায় বিজয় নিশ্চিত হওয়ার পর আনন্দের ঢল নামে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে। 
 
একেএ