ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক


২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া এলাকা থেকে ফেন্সিডিলসহ মোবারক হোসেন নবুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও বিজিবির টাক্সফোর্স।
 
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান চালানো হয়। আটককৃত মাদক ব্যবসায়ী নবুল হোসেন পুড়াপাড়া এলাকার মৃত চাঁদ আলীর ছেলে।
 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, মাদকবিরোধী ক্র্যাশ প্রোগ্রামের ৬ষ্ঠ দিনে ৫৮ বিজিবি ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় টাস্কফোর্স গঠন করে অভিযান চালায়। 
 
এ সময় পুড়াপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী নবুলকে ৬২ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।
 
একেএ