ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


নবজাতকের লাশ উদ্ধার


২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪২

নবজাতকের লাশ উদ্ধার
মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুরে একটি বাড়ীর পাশের পুকুর থেকে ১০ দিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। 
 
বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে পুকুরে লাশটি দেখতে পেয়ে উদ্ধার করেন স্থানীয়রা।
 
এ বিষয়ে মাগুরা সদর থানার উপ-পরিদর্শক বিশ্বজিৎ দাস বলেন, নবজাতকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
এই ঘটনার কারণ জানতে চাওয়া হলে এস আই বিশ্বজিৎ বলেন, হত্যার প্রকৃত কারণ এখনো জানা সম্ভব হইনি। তবে ময়নাতদন্তের পরে এসব বিষয়ে প্রকৃত ঘটনা জানা যাবে।
 
এই ঘটনায় মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গতকাল মো. ফারুক মোল্লা তার সন্তান নিখোঁজ এই মর্মে একটি অভিযোগ প্রদান করেছিলেন। 
 
তিনি আরো বলেন, ফারুক মোল্লার এটি দ্বিতীয় সন্তান। দীর্ঘ ১২ বছর পর তার এই সন্তান হয়েছিলো বলে জানা গেছে।
 
একেএ