ট্রাক উল্টে প্রাণ গেল মা-মেয়ের

বগুড়ার শাজাহানপুরের সাজাপুর ফুলতলা ফটকি এলাকায় ট্রাক উল্টে মা-মেয়ে নিহত হন। এ ঘটনায় শিশুসহ অন্তত চার জন আহত হন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদরের শাহপাড়ার আব্দুল কাইয়ুমের স্ত্রী জাহেদা বেগম (৪৫) ও তার মেয়ে সাবিনা বেগম (২০)। আহতরা হলেন- নিহত জাহেদার স্বামী আব্দুল কাইয়ুম (৫৫), নিহত সাবিনার স্বামী জনি (২৪), শিশু পুত্র আরমান (৬) ও ট্রাক চালক সোহাগ (৪০)।
সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ও বগুড়া ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। পরে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুন, বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুর রশিদ, কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দি ঘটনাস্থল পরিদর্শন করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, বুধবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর ফুলতলা ফটকি এলাকায় ঠাকুরগাঁওগামী রডবোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাককে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায়।
এ সময় ট্রাকের পেছনের চেম্বারে বসে থাকা ২ যাত্রী মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত হন। এসময় শিশুসহ চারজন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আইএমটি