চার দিন পর পাওয়া গেল ছাত্রলীগ কর্মীর লাশ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিখোঁজ হওয়ার ৪ দিন পর পাওয়া গেল মো. রাব্বি (১৯) নামে এক ছাত্রলীগ কর্মীর লাশ। শনিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জাফরাবাদ এলাকায় তার নানার বাড়ির পাশের একটি খাল থেকে লাশটি উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) সরকার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ছাত্রলীগ কর্মী রাব্বি উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের তাজুল ইসলামের ছেলে। তার বাবা দ্বিতীয় বিবাহ করায় রাব্বি মায়ের সাথে উপজেলার জাফরাবাদ গ্রামে তার নানার বাড়িতে থাকত।
তিনি আরো বলেন, গত ২৮ আগস্ট রাব্বি নিখোঁজ হয়। নিখোঁজের পর তার স্বজনরা বিভিন্ন স্থানে তল্লাশি করে তাকে না পেয়ে ২৯ আগস্ট ছেলে নিখোঁজ হওয়ার বিষয়ে তার মা থানায় জিডি করেন। পরে ৩০ আগস্ট তার মা এ ঘটনায় কুমিল্লার আদালতে একটি মামলা করেন।
স্থানীয়রা শনিবার বিকালে জাফরাবাদ এলাকায় তার নানার বাড়ির পাশে খালে দুর্গন্ধ পায় ও রাব্বির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় পুলিশ শাহীন নামে এক যুবককে আটক করেছে।
এমএ