জামালপুরে বেকার যুবকদের নিয়ে সভা

জামালপুরের ইসলামপুরে ন্যাশনাল সার্ভিসের বেকার যুবকদের উন্নয়নকল্পে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত ন্যাশনাল সার্ভিসের বেকার যুবকদের উন্নয়নকল্পে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জামালপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক
এনায়েত করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম শামীম।
এ সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুন নাসের চৌধুরী চার্লেস ও ন্যাশনাল সার্ভিসের বেকার যুবকরা।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল হক খান দুলাল এমপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, বর্তমান সরকার বেকারত্ব দূরীকরণে বেকার
যুবকদের জন্য ন্যাশনাল সার্ভিস কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে।
সরকারের এ সকল উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
একেএ