আমার বাবা এমপি, তোমার মতো হাজারটা সার্জেন্ট…

‘এই কার গাড়ির ছবি তোলো? আমাকে চেনো তুমি? কার গাড়ি জানো এটা? আমার বাবা এমপি..। এটা সরকারি দলের লোকের গাড়ি। বেশি...কইরো না,! তোমার মতো সার্জেন্ট কয় টাকা বেতনে চাকরি করে? তোমার মতো হাজারটা সার্জেন্ট...ঠিক আছে? কয়টাকা বেতনে চাকরি করো? হ্যাঁ চাকরই তো..চাকরই তো!’ আমরা প্রধানমন্ত্রীর লোক, ঠিক আছে? যদি সাহস থাকে...আমার বাবা জাতীয় কমিটির সদস্য, ঠিক আছে?
স্কুলের সামনে ডাবল লেনে পার্কিং করে রাখা প্রাইভেটকারটিকে সরিয়ে দিতে অনুরোধ করলে ট্রাফিক পুলিশের সার্জেন্ট ঝোটন সিকদারকে এভাবে বিনীত অনুরোধের জবাব দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে রাজধানীর মিরপুর ১৩ নম্বরের স্কলাস্টিকা স্কুলের সামনের। আর এর পরপরই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সার্জেন্ট ঝোটন সিকদার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে ভিডিও শেয়ার করে লিখেছেন—
‘এই ভদ্র মহিলা মিরপুর ১৩ নাম্বার স্কলাস্টিকা স্কুলের সামনে তার প্রাইভেটকার ( ঢাকা মেট্রো~গ~২৬~৯৩৪৭) ডাবল লেনে পার্কিং করে রাখায় প্রচণ্ড জ্যামের সৃষ্টি হয় ।
অনেকবার সবিনয় অনুরোধ করলে, তিনি আমার কোনো কথা তো শুনলেনই খারাপ ভাষায় গালাগালি করেন। সেই সঙ্গে বলেন, তুমি সরকারের ২ টাকার চাকর, আমাকে চেনো তুমি? কার গাড়ি জানো এটা? আরো অনেক খারাপ কথা!’
সার্জেন্ট ঝোটনের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা পোস্টের স্ক্রিনশটকয়েকটি ক্লিপস আকারে ঝোটনের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, অনেকটা হুমকি-ধামকি দিয়ে ঝোটনকে শাসিয়েছেন এমপির কন্যা পরিচয় দেওয়া সেই নারী।
যদিও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তবে দেশের ‘সড়ক ব্যবস্থাপনা মেরামতে’শিক্ষার্থীরা নিরাপদ সড়ক আন্দোলনের মতো বড় ঘটনার পরও নিয়ম ভেঙে উল্টো ট্রাফিক সার্জেন্টকে এমন হুমকি দেওয়ায় ওই নারীর তুমুল সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এসএমএন