ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


পুকুরে ধসে পড়ছে স্কুলটি


২৬ সেপ্টেম্বর ২০১৮ ২২:০৬

১৯৭২ সালে ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নের রাংগেরপোতা ৭৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে ওই এলাকার শিক্ষা ব্যবস্থা দিন দিন উন্নতি লাভ করে।

বিদ্যালয়টি ফলাফলের দিক দিয়ে কয়েকবার ইউনিয়নের মধ্যে প্রথম হয়েছে। কিন্তু বিদ্যালয়টি দিন দিন পুকুরে ধসে পড়লেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহন করছেন না। বিদ্যালয়টি যেকোনো সময় পুকুরে ধসে পড়তে পারে। ফলে দুর্ঘটনার ভয়ে অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আতিয়ার রহমান জানান, সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে আমরা লিখিতভাবে জানিয়েছি। দ্রুত ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীদের নিয়ে বেশ আতঙ্কের মধ্যে আছি, কখন যে কী হয়।

সাধুহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন বলেন, স্কুলটির বিষয়ে কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জোরালো আবেদন করব।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম বলেন, আমি সরেজমিনে স্কুলটি পরিদর্শন করেছি। এ বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আইএমটি