ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১


২৬ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৭

মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল মালেক (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হন। মাদক ব্যবসায়ী আব্দুল মালেকের বাড়ি মুন্সীগঞ্জ সদরের ইসলামপুর এলাকায়।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার নগর কসবা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় এএসআই মোর্শেদ ও নায়েক লোকমান নামে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে জানায় র‌্যাব।

র‌্যাব-১১’র কোম্পানি কমান্ডার মোহিতুল ইসলাম বলেন, মীরকাদিম পৌরসভার নগর কসবা এলাকায় র‌্যাবের একটি টহল টিমের সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর অন্তত ১৫ মিনিট বন্দুকযুদ্ধ হয়। এসময় ওই মাদক ব্যবসায়ীরা আব্দুল মালেকের গুলিবিদ্ধ লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরে লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহতের নামে ১১টি মাদক মামলা রয়েছে।

আইএমটি