কালীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে।
সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার নিজ নিজ গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার পুকুরিয়া গ্রামের শরাফত আলীর ছেলে খেলাফত আলী, বাবরা গ্রামের হাশেম মন্ডলের ছেলে আরমান মন্ডল, খড়িকাডাঙ্গা গ্রামের দেলোয়ারের স্ত্রী মোছা. জবেদা বেগম ও ঘোলপাড়া এলাকার আরব আলীর ছেলে মহির উদ্দিন।
কালীগঞ্জ থানার এসআই সম্বিত গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ আসামিদের তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলী বলেন, ওয়ারেন্টভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
একেএ