ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড


২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৩:২৬

ঝিনাইদহ সদর উপজেলার শালিয়া গ্রামে জহুরুল বিশ্বাস (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 
 
সোমবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এ দন্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত জহুরুল ইসলাম ওই গ্রামের ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে।
 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে সদর উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় শালিয়া গ্রামে অভিযান চালায়। এসময় ৬শ গ্রাম গাঁজাসহ জহুরুল ইসলামকে আটক করা হয়। 
 
পরে আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই মোঃ আব্দুল আজিজ খান, সাইদুল হক উপস্থিত ছিলেন।
 
একেএ