ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


বিয়ের নাটক সাজিয়ে কিশোরীকে ধর্ষণ


২৪ ফেব্রুয়ারি ২০২০ ১০:১০

বিয়ের নাটক সাজিয়ে কিশোরীকে ধর্ষণের দায়ে বাবু মোল্লা নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।  

রবিবার (২৩ফ্রেবুয়ারী) বিকেলে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।  রায় ঘোষণার সময় আসামি বাবু মোল্লা পালাতক ছিলো।

সে বরিশালের মুলাদী উপজেলার চরকালেখা এলাকার হাবিব মোল্লার ছেলে।  

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, একই এলাকার ওই কিশোরীকে বিভিন্ন সময় উত্যক্ত করতো বাবু মোল্লা। ২০১২ সালের ২৩ মার্চ ওই কিশোরীর বাসায় কেউ না থাকার সুযোগে বাবু মোল্লা তার বাসায় যায়।

সেখানে সে কাজী ডেকে মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে কিশোরীকে ধর্ষণ করে।  
পরে কিশোরী বিভিন্ন সময় বাবু মোল্লাকে বিয়ের জন্য চাপ দেয়। একই বছর ৬ আগস্ট বাবু মোল্লা কিশোরীকে বিয়ের বিষয়টি অস্বীকার করে। এ ঘটনায় একই বছরের ৪ সেপ্টেম্বর মুলাদী থানায় ধর্ষণের শিকার ওই কিশোরী মামলা দায়ের করে। ওই বছর ৩১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা মুলাদী থানার এসআই সনজিৎ চন্দ্র শীল একমাত্র বাবুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

ট্রাইব্যুনালের বিচারক ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।

নতুনসময় /আনু