ঝিনাইদহে অস্ত্রসহ ৬৩ জন গ্রেফতার

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। অভিযানের অংশ হিসাবে হরিনাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রাম থেকে চরমপন্থী সংগঠন জনযুদ্ধের আঞ্চলিক নেতা আনজের আলীকে ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ আটক করা হয়।
এছাড়াও সদর উপজেলা থেকে ১ জামায়াত কর্মীসহ ১৯, শৈলকুপা থেকে ১১, কালীগঞ্জে ৬, কোটচাদপুরে ২ জামায়াত কর্মী সহ ১০, মহেশপুরে ২ জামায়াত কর্মীসহ ১২, গোয়েন্দা পুলিশ ২ এবং হরিনাকুন্ডু থেকে আরো ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামী।
একেএ