মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেফতার

নওগাঁয় মোটর সাইকেল চুরি সিন্ডিকেটের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে দুইটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চাকপাড়ার গ্রামের এনজাজ আলীর ছেলে মাহিদুর রহমান (৩০), শ্যামপুর লাইবেটলা গ্রামের খোশাল আলীর ছেলে কামাল হোসেন (৩৮) ও আজমতপুর স্থদমাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে তরিকুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার পোরশা থানার সরাইগাছী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি লাল রংয়ের হিরো হোনডা ও একটি কালো রংয়ের হিরো গ্লামার ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তারা মটর সাইকেল চুরি, ক্রয় ও বিক্রয়ের সাথে
জড়িত।
সোমবার বিকেলে আরো চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর দলের অন্যান্য সক্রিয় সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার ইকবাল হোসেন জানান।
একেএ