ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


নতুন পুলিশ কনস্টেবলদের বদলি লটারির মাধ্যমে


২২ ফেব্রুয়ারি ২০২০ ২৩:২৭

ঢাকা রেঞ্জে পদায়নকৃত নতুন পুলিশ সদস্যদের লটারির মাধ্যমে বদলি তালিকা তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক অফিস আদেশে তাদের তালিকা প্রকাশ করা হয়।

পুলিশের ঢাকা রেঞ্জ জানায়, ঢাকা রেঞ্জের অধীনে পদায়নকৃত ৫৩০ নতুন পুলিশ সদস্যদের ১৩ জেলা ও একটি আর‌আর‌এফ ইউনিটে লটারির মাধ্যমে পদায়ন/বদলি করা হয়েছে। এসব টিআরসিগণ পুলিশের বিভিন্ন ট্রেনিং সেন্টার ও একাডেমিতে এ মাসেই প্রশিক্ষণ সমাপ্ত করার কথা রয়েছে।

নতুন পুলিশ সদস্যদের মধ্যে ৪২২ পুরুষ এবং ১০৮ নারী রয়েছেন।

উল্লেখ্য যে, টিআরসিগণ (ট্রেইনি রিক্রুট কনস্টেবল) প্রশিক্ষণ সমাপ্ত করে ছাড়পত্রসহ তাহাদের নামের পার্শ্বে বর্ণিত ঢাকা রেঞ্জের উল্লেখিত পুলিশ ইউনিটসমূহে পুলিশ কনস্টেবল হিসেবে যোগদান করবেন।

লটারিতে ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) জিহাদুল কবির, অতিরিক্ত ডিআইজি নুরে আলম মিনাসহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।