ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ভারতের কারাভোগের পর দেশে ফিরলো ২ ভাই


২৫ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০৯

কারাভোগের পর দেশে ফিরলো ২ ভাই

ভারতে পাচার হওয়ার ৩ বছর পর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে সি‌লে‌টের ২ সহোদর। ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এই ২ যুবককে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হন্তান্তর করেন।

পাচার হওয়া দুই ভাই হলো হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আমিরখানি গ্রামের সোহরাব আলীর ছেলে সবুজ আলম (৩৮) ও ফারুক আলম (৩৬)।

ফিরে আসা সবুজ আলম বলেন, কা‌জের প্র‌লো‌ভন দিয়ে দালা‌লরা তাদের ৩ বছর আগে সিলেট সীমান্ত দিয়ে ভারতের বিহার প্রদেশে নিয়ে যান। সেখানে যাওয়ার পর পুলিশ আটক করে আদালতে পাঠায়।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের ৩ বছরের সাঁজা দিয়ে পাটনা জেল হাজতে পাঠায়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ভারতের জেলখানায় সাঁজা শেষে দুই ভাইকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট দিয়ে আমাদের কাছে হস্তান্তর করেছেন।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। বেনাপোল পোর্ট থানার এস আই মতিয়ার রহমান জানান, ফেরত আসা যুবকদের থানার আনুষ্ঠানিকতা শেষ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএমএন