ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মাছের পেটে ৬১৪ পিস ইয়াবা


২৫ সেপ্টেম্বর ২০১৮ ২২:১১

সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের বন্দরবাজার মাছের বাজার থেকে একটি মাছের পেট কেটে ৬১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৯ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুল খালিক নামে এক মাছ ব্যবসায়ীকে আটক করা হয়।

র‌্যাব-৯ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাছ বাজারে অভিযান চালায় র‌্যাব-৯ এর সদস্যরা। এ সময় একটি মাছের পেট কেটে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তিনি বলেন, মাছগুলো জকিগঞ্জ থেকে আনা হয়। আটক মাছ ব্যবসায়ী প্রকৃত মাদক ব্যবসায়ী কি-না সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আইএমটি