ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বিয়ের স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন


২৫ সেপ্টেম্বর ২০১৮ ২০:২২

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের স্বীকৃতির দাবিতে দুইদিন যাবৎ অনশন করেছেন রুমী খাতুন (২৭) নামের এক তরুণী। উপজলার নওগাঁ ইউনিয়নের চাকরৌহালী গ্রামের আলী আশরাফ’র বাড়িতে ঘটনাটি ঘটে। ওই বাড়ির মালিক আলী আশরাফ এর ছেলে রিপন আহমেদের (৩০) সঙ্গে তরুনীর বিয়ে হয়েছে দাবি করেছেন তিনি। ঘটনার পর থেকে রিপন ও তার নববধূ বাড়ি থেকে পালিয়েছে।

ভুক্তভোগী রুমি খাতুন অভিযোগ করেন, টাঙ্গাইল করটিয়া সা’দত কলেজে পড়ালেখা করার সময়ে অভিযুক্ত রিপন আহমেদ (২০১১ সাল থেকে) তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

এরপর ২০১৩ সালে কালেমা পড়ে বিয়ে করে আমরা সেখানেই সংসার শুরু করি। রুমি বলেন, আমার কাছে মোবাইল ফোনে ধারণকৃত কিছু ভিডিও এবং ছবি আছে। তবে বিয়ের কোন কাবিননামা নেই।

তিনি আরো বলেন, একাধিকবার আমি রিপনের বাড়িতে যাতায়াত করেছি। সবশেষ গত ১০ আগস্ট রিপনের বাড়িতে এসে তার বাবার কাছে পুত্রবধূর স্বীকৃতি চাইলে পারিবারিকভাবে বিয়ে করানো হবে বলে জানান তিনি। তার এমন প্রতিশ্রুতিতে আমি ফিরে যাই। পরে রিপনকে তার পরিবার অনত্র বিয়ে করায়। তাই আমি অনশন করতে বাধ্য হয়েছি।

এলাকাবাসী জানায়, গত শুক্রবার রিপন বিয়ে করলে মেয়েটি রোববার দুপুরে এসে ওই বাড়িতে বিয়ের স্বীকৃতির দাবিতে অনশন শুরু করে।

অভিযুক্ত রিপনের বড়ভাই লিটন বলেন, ঘটনা সত্য হলেও এখন আর কিছু করার নেই। রিপনকে বিয়ে করিয়েছি। এখন স্থানীয়দের নিয়ে সালিশ-মিমাংসা করার চেষ্টা চলছে।

উপজেলার নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু সরকার জানান, সংবাদ শুনে ওই বাড়িতে যেয়ে সবকিছু জানলাম। এখন উভয়পক্ষকে নিয়ে আলোচনা সাপেক্ষে মিমাংসা করার চেষ্টা চলছে।

আইএমটি