মুন্ডুমালায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন

আজ রাজশাহীর মুন্ডুমালা পৌরসভা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। এই শাখার সত্তাধিকারী আরএস টেলিকমের মালিক রইসুল ইসলাম। রাজশাহী কেশর হাট শাখা ম্যানেজার এফ.আর.এম ওয়াসির রেজার সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী জোনাল অফিসের এসভিপি মিজানুর রহমান মিজি।
উদ্বোধনের সময় এজেন্ট ব্যাংকিং বিষয়ে বক্তব্য দেন রাজশাহী জোনাল অফিস ইসলামী ব্যাংকের কর্মকর্তা হাসান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন_ রাজশাহী জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, মুন্ডুমালা বাজার বনিক সমিতির সভাপতি আ. কাদির প্রমুখ।