বেনাপোলে নির্জন উৎসব পালিত

বৈষষ্ণবকুল শিরোমণি ঠাকুর হরিদাসের ভজন কানন নামে পরিচিত সুদীর্ঘ সাড়ে পাঁচ শত বছরেরর প্রাচীন, ঐতিহ্যবাহী ও গৌরাঙ্গ মহপ্রভুর স্মৃতি বিজড়িত বেনাপোল শ্রী শ্রী ব্রম্ম হরিদাস ঠাকুরের পাঠবাড়ি আশ্রম সনাতন ধর্মলম্বীদের কাছে বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের একটি তীর্থ স্থান।
প্রতি বছরের মতো এ বছরও দুই দিনব্যাপী হরিদাস ঠাকুরের নির্জন তিথী মহোৎসবসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো।
বেনাপোল পাঠবাড়ি আশ্রম গত দুদিনে দেশ বিদেশের হাজার হাজার ভক্তকুলের আগমনে মুখরিত হয়ে উঠে। এ আশ্রমটি দেশ বিদেশের মানুষের কাছে এখন হয়ে উঠেছে একটি দর্শনীয় স্থান।
দেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত শহর বেনাপোলের পাঠবাড়ি সনাতন ধর্মের নামাচার্য ব্রম্ম হরিদাস ঠাকুরের নির্জন তিথি মহোৎসব ২০১৮ পালিত হলো অত্যন্ত জাকজমকপূর্ণভাবে। এখানে প্রতি বছরের ন্যায় এবারও হরিদাস ঠাকুরের জীবনী, ভাবগত আলোচনা, কীর্তন নির্জন লীলা, আস্বাদন, ভক্তিগীত ও পদাবলী কীর্তন নিয়ে পালিত হলো নির্জন তিথি মহোৎসব।
হরিদাস ঠাকুরের পাঠবাড়ি আশ্রমে দেশের প্রত্যান্ত অঞ্চল থেকে আসা ভক্তকূলসহ পার্শ্ববতী দেশ ভারত থেকে আসা ভক্তকূলরা অংশ নেন। এছাড়া অন্যান্য দেশের সনাতন ধর্মালম্বীরাও এ অনুষ্ঠানে যোগদান করেন।
বেনাপোল পাঠবাড়ি আশ্রমের যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ জানান, দেশের সীমান্ত ঘেষা শহর বেনাপোল পাঠবাড়ি সনাতন ধর্মালম্বীদের অন্যতম একটি তীর্থ স্থান। এখানে ভারতসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ভক্তকুলদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে এ উৎসব।
বেনাপোল পাঠবাড়ির এ ঐতিহ্যবাহী আশ্রমে আসা ভক্তকুলদের দুই দিনের নির্জন তিথির অনুষ্ঠানে খাবার দেওয়া হয় আশ্রম থেকে। প্রতি বছর ২৩ ও ২৪ সেপ্টেম্বর দূর-দূরান্ত থেকে আনা শত শত গাড়ি দাঁড়িয়ে থাকে রাস্তার উপর। পুরো এলাকায় একটা উৎসবের মেলা বয়ে যায়।
পাঠবাড়ি আাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী ফনিভুসন পাল জানান, এবার এ অনুষ্ঠানে বিদগ্ধ আলোচক হিসাবে অংশ নেন সাতক্ষীরা শিবকালি মন্দির বৈষ্ণব কৃপাপ্রার্থী ভক্ত প্রবর বিশ্বমঙ্গল কৃষ্ণদাস, মাগুরার গোপাল সেবশ্রমের শ্রী চিন্ময়নন্দ দাস, লীলা কীর্তনে অংশ নেন পশ্চিমবঙ্গ ভারতের সুরজিৎ বসু।
এছাড়া দেশের অন্যান্য জেলার বিশেষ বিশেষ মন্দির ও আশ্রমের অসংখ্য ভক্তানুরাগী নির্জন তিথিতে অংশ নেন।
এছাড়া এখানে এই নির্জন তিথি মহোৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উযযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী বৈদ্যনাথ দাস, বেনাপোল পাঠবাড়ি হরিদাস ঠাকুরের আশ্রমের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিগণ।
একেএ