ঝিনাইদহে মিনা দিবস পালিত

‘মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মিনা দিবস পালিত হয়েছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এ উপলক্ষে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে শিক্ষা অফিসের কর্মকর্তাসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে নাচ, গান ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একেএ