‘বিএনপি হতাশা থেকে আবোল-তাবোল বলছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যের নামে একটি জগাখিচুড়ি সৃষ্টি হয়েছে। জগাখিচুড়ির জাতীয় ঐক্য বেশিদিন টিকবে না।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের একটি ব্যবসা কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন।
আওয়ামী লীগের ট্রেন ও সড়ক যাত্রা সফল হয়নি বিএনপি নেতাদের বক্তব্যের সমলোচনা করে সেতু মন্ত্রী বলেছেন, আমাদের প্রতিটি যাত্রাই সফল হয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি ঢাকায় আমার একটা সমাবেশের সমপরিমাণ গ্যালারিং করাতে পারেনি। এখানেই তো গায়ে জ্বালা, অন্তর্জ্বালা। এখানেই হতাশা এবং হতাশায় আবোল-তাবোল বলছে।'
আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে-বিদেশে কতটা জনপ্রিয় তা ইতোমধ্যে প্রমাণ হয়ে গেছে।
এসএমএন