সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

মাগুরায় সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন । নিহতদের নাম মনিরুদ্দিন তালুকদার লাভলু (৩৮)ও তার শ্যালক নিয়ামুল (২৫)।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টায় মাগুরার পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা সদর থানা ফাঁড়ির এসআই আব্দুল মবিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে নিহত লাভলু ও তার শ্যালক নিয়ামুল একটি মোটরসাইকেল যোগে নির্মাণাধিন ব্রীজ পার হবার সময় একটি ক্যাভার্ড ভ্যান পিছন থেকে তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
লাশ ময়না তদন্তের জন্যে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়েছে। ক্যাভার্ড ভ্যানটিকে আটক করা সম্ভব হয় নি। এ ঘটনায় মামলার প্রস্তুতির পাশাপাশি সড়কে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘাতক কাভার্ডভ্যান ও তার চালককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
এসএমএন