ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


অপহরণ নাটক, অতঃপর ...


২৪ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫০

কুয়াকাটায় ছাত্রী হত্যার পর লাশ গুমের পর প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য নিজের ছেলেকে নিয়ে গুমের নাটক করলো বাবা।

পিরোজপুরের কাউখালী উপজেলায় মিথ্যা গুমের ঘটনাটি ঘটে। ঘটনার ১৬ দিন পর রোববার (২৩ সেপ্টেম্বর) সকালে গুম হওয়া যুবককে কাউখালী মহাবিদ্যালয়ের পেছনের নদীর পাড়ের রাস্তা থেকে উদ্ধার করে পুলিশ।

উদ্ধার মহারাজ তালুকদার উপজেলার ভলবদ্রপুর গ্রামের লিটন তালুকদারের ছেলে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় ভলবদ্রপুর লঞ্চঘাট সড়ক থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন বাবা। এ ঘটনায় প্রতিপক্ষ মো. ছাব্বির হোসেনসহ ৪ জনকে আসামি করে একটি গুমের মামলা করা হয়।

পিরোজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে যুবককে উদ্ধারে পুলিশকে নির্দেশ দেন। অনুসন্ধান চালিয়ে ঘটনার ১৬ দিন পর ওই যুবককে জীবিত উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া যুবক মো. মহারাজ তালুদার থানা পুলিশকে জানান, গুমের মামলার বিষয়ে তার কিছুই জানা নেই। তাকে কেউ অপহরণ ও গুম করেনি।

সাজানো মামলায় অভিযুক্ত যুবক আবুল কালাম বলেন, ব্যবসায়ীদের কলহের জের ধরে হয়রানি করতে এ মিথ্যা গুম মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানা পুলিশের ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গুম মামলাটি হয়রানিমূলক।

এসএমএন