রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় সোমবার (২৪ সেপ্টেম্বর) ভোরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে র্যাব-২ সদস্যরা বেড়িবাঁধ এলাকায় অভিযানে গেলে মাদকবিক্রেতারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
ঘটনাস্থলে অজ্ঞাতপরিচয় মাদকবিক্রেতাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।এ ঘটনায় র্যাবের ২ সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এসএমএন