যুবকের কাছে সোয়া লাখ ইয়াবা!

চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবাসহ মো. ফারুক (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ( ২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিকলবাহা এলাকা থেকে সোয়া এক লাখ পিস ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়।
কর্ণফুলী থানার ওসি মো. আলমগীর মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৪৫ লাখ টাকা।
কারা এই বিশাল মাদক চালানের পিছনে জড়িত তা এখনো জানতে পারেনি পুলিশ । তবে, উদঘাটনের জন্য তৎপর রয়েছে পুলিশ।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম বলেন, শিকলবাহা বখতিয়ারপাড়া এলাকা থেকে ফারুকে এক লাখ ১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশের ধারণা, যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি মূলহোতা নন। আসল গডফাদার পর্দার আড়ালে রয়েছেন। সে জন্য পুলিশ রহস্য বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এসএমএন