ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


সিংড়া বাসীকে ছেঁড়ে কেঁদে বিদায় নিলো ইউএনও


২৩ জানুয়ারী ২০২০ ০৫:৩৮

ছবি সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো’র বদলি হয়েছে। সম্প্রতি এক আদেশে তাকে রাজশাহী জেলার তানোর উপজেলায় বদলি করা হয়। সোমবার সন্ধ্যায় সিংড়া মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও সুশান্ত কুমার মাহাতোকে বিদায়ী ফুলের শুভেচ্ছা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস,এম রাজু আহমেদ,সহ সভাপতি আনোয়ার হোসেন আরিফ, খলিল মাহমুদ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিন খান প্রমূখ।

উল্লেখ্য, ইউএনও সুশান্ত কুমার মাহাতো ৩১ তম বিসিএস (প্রশাসনিক কর্মকর্তা) সহকারী কমিশনার হিসেবে নীলফামারীতে যোগ দেন। ২০১৫-১৬ তে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭-১৮ শিবগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে চাকুরী করেন। সর্বশেষ ২০১৮ সালের ৯ অক্টোবর পদোন্নতি পেয়ে নাটোরের সিংড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন। বেকার যুবকদের কর্মসংস্থান ও এলাকার ছেলে-মেয়েদের পড়ালেখার সুযোগ করে দিতে ইউএনও সুশান্ত কুমার মাহাতো তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের পশ্চিম আটঘরিয়া গ্রামে তার পিতার নামে ‘শহরলাল মাহাতো কারিগরি স্কুল এন্ড কলেজ’ প্রতিষ্ঠা করেছেন। ইউএনও সুশান্ত কুমার মাহাতো আজীবন সাধারণ মানুষের সেবা করতে চান।