ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


২৪ সেপ্টেম্বর ২০১৮ ০২:২৩

চাঁপাইনবাবগঞ্জে এক কেজি ১ শত গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী জাহিদকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব-৫। 
 
শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব।
 
র‌্যাব জানায়, রাজশাহী সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ৭টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার খড়িবোনা রোডপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে এক কেজি ১ শ’ গ্রাম হিরোইনসহ চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী (হেরোইন) জাহিদকে গ্রেফতার করেছে।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। 
 
ধৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‌্যাব।
 
একেএ