জামালপুরে কেটে গেছে বন্যা আতঙ্ক

যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি হ্রাস পেয়ে তলায় নেমেছে। বন্যার আশঙ্কা কেটে যাওয়ায় জামালপুরের লাখ লাখ আমনচাষীর মুখে খুশির আমেজ লক্ষ করা গেছে।
সম্প্রতি অকাল বন্যা আতঙ্কে ফসলহানীর আশঙ্কায় হতাশ হয়ে পড়ে ছিলো কৃষি প্রধান এ অঞ্চলের লাখ লাখ কৃষক।
বন্যা কেটে যাওয়ায় জামালপুরে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা মোটামুটি নিশ্চিত হয়েছে বলে ধরে নেওয়া যায়।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, এ বছর জেলার ৭ উপজেলায় ৯৯ হাজার ১শ ৭০ হেক্টর আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ে ছিল। বন্যা না হওয়ায় লক্ষ্যমাত্রা অতিক্রম করে ১ লাখ ৪ হাজার ১৭০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে।
সরেজমিনে বন্যা কবলিত ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলা ঘুরে দেখা গেছে, দিগন্ত জুড়ে সবুজ ধানক্ষেতে তাকালে প্রাণ জুড়িয়ে যায়।
সম্প্রতি অকাল বন্যার পূর্বাভাসে এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফসলহানীর আশঙ্কায় হতাশ হয়ে পড়েছিলো এ অঞ্চলের কৃষকরা।
ইসলামপুর উপজেলার গামারিয়া গ্রামের কৃষক আছাদুজ্জামান জানান, আষাঢ়-শ্রাবণের বন্যার সময় বন্যা না আসায় এ অঞ্চলের কৃষকরা প্রতিটি জমিতে আমন চাষ করেছে। ধানও হয়েছে বাম্পার কিন্তু বন্যার পূর্বাভাসে আমরা হতাশ হয়ে পড়েছিলাম। বন্যা কেটে যাওয়ায় আমরা এখন মহা খুশি।
মেলান্দহের দুরমুঠ ইউনিয়নের বীর হাতিজা গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস বলেন, বন্যায় জন্য খুব ডর হয়েছিল। আল্লাহর রহমতে বন্যা কেটে যাওয়ায় চিন্তামুক্ত হয়েছি।
একই গ্রামের কৃষক দুদু মিয়া জানান, বন্যা কেটে গেলেও ধানে পাতা পোকা ধরেছে।
তিনি অভিযোগ করে বলেন , কৃষি অফিসের কোন কর্মকর্তা মাঠে না আসায় নিজেরা মন মতো কীটনাশক (বিষ) দিতাছি।
মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুল ইসলাম জানান, উপজেলায় ১৬ হাজার ৮শ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। বন্যা তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। পাতা পোকার আক্রমণ হলেও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন। সমাধান হবে।
ইসলামপুর উপজেলা কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, বন্যা কবলিত ইসলামপুর উপজেলাতেই ৯ হাজার ১১৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। কিছু জমিতে বন্যার পানি উঠলেও দ্রুত নেমে যাওয়ায় তেমন কোন ক্ষতি হয়নি। আমরা আমনের বাম্পার ফলন আশা করছি।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, বন্যার শঙ্কা কেটে যাওয়ায় এ বছর আমন ধানের বাম্পার ফলনের আশা করছি।
তিনি বলেন, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫ হাজার হেক্টর জমিতে বেশি আমন চাষ হয়েছে।
একেএ