ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বেনাপোলে ২ বিদেশী আটক


২৩ সেপ্টেম্বর ২০১৮ ২১:১৬

নাইজেরিয়ান নাগরিক আটক

ভারত থেকে অবৈধভাবে রোববার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশে অনুপ্রবেশের সময় বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ২ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি।

আটককৃত বিদেশীরা হচ্ছে, ভিটাস উইন্না (৪০) ও ওলাটুমদে টিমোথি (৪৫) এদের উভয়ের বাড়ি নাইজেরিয়ার ইহিয়ালা অঞ্চলে।

এমসয় তাদের কাছ থেকে ৬টি নাইজেরিয়ান পাসপোর্ট, ৬ টি মোবাইল, ভারতীয় ক্রেডিট কার্ড, গেমস ডিক্স ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
২১ বিজিবি খুলনার কমান্ডিং অফিসার লে.কর্নেল ইমরানুল্লাহ সরকার জানান, ভারত থেকে অবৈধভাবে বেশ কিছু বিদেশী নাগরিক পুটখালি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে ওই ২ নাইজেরিয়ান নাগরিককে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় তাদের সোপর্দ করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

এসএমএন