ট্রাক চাপায় শিশুর মৃত্যু

ঝিনাইদহে মহেশপুর উপজেলার ভৈরবা এলাকায় ট্রাকের ধাক্কায় রেজোয়ান (১৩) নামের এক স্কুল নিহত হয়েছে।
রোববার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভৈরবা এলাকায় এ ঘটনাটি ঘটে। রেজোয়ান ওই উপজেলার ডালভাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।রেজোয়ান লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র ।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, বাড়ি থেকে বাইসাইকেলে করে ভৈরবা বাজারে যাওয়ার পথে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসএমএন