গভীর রাতে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

কিশোরগঞ্জের ভৈরব বাজার সংলগ্ন নদীর পাড় হিন্দু পট্টি এলাকায় শনিবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুষের লাকড়ি তৈরির কারখানাসহ
১২ টি গুদাম পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভৈরব ও আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট
প্রায় ৩ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
লাকড়ি তৈরির মেশিনের অতিরিক্ত তাপমাত্রা থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
১কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান কারখানার মালিক মুনজুর হক রাজু।
এ ব্যাপারে ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মূসা ভূইয়া জানান, ক্ষয়ক্ষতি পরিমান কত তা এখন বলা যাচ্ছে না।
এসএমএন