ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


২গ্রুপের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত


২৩ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩৭

ঝিনাইদহের কোটচাঁদপুরে ২গ্রুপ মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে সেলিম (৪২)নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

উপজেলার বলুহর ডাকাত-তলা মাঠ এলাকায় রোববার (২৩ সেপ্টেম্বর) ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, কোটচাদপুর উপজেলার বলুহর ডাকাততলা মাঠ এলাকায় ২ গ্রুপ মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখান উপস্থিত হয়ে সেলিমের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

পরে তাকে হাসপাতালে নিলে দায়িত্বপালনকারী ডাক্তার তাকে মৃত্য ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি, ৪০ বোতল ফেনসিডিল, ৩০০ পিস ইয়াবা, ৪টি মোবাইল সেট ও ১ টি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে মাদকের টাকা ভাগাভাগি করা নিয়ে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। নিহত সেলিম উপজেলার কাশিপুর এলাকার নুর ইসলামের ছেলে।

এসএমএন