ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২


২৩ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১০

বন্দর নগরী চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় রোববার ( ২৩ সেপ্টেম্বর) ভোরে ১টি প্রাইভেট কার, নোয়া মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২জন নিহত হয়েছে।‘দি কিং অব চিটাগং’ ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাইভেট কারে থাকা মো. ফারদিন (১৮) ও সিএনজি অটোরিকশার চালক মো. হানিফ (৪০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, শনিবার রাত ২টার দিকে পাহাড়চূড়ার ওই ক্লাব থেকে নোয়া মাইক্রোবাস ও প্রাইভেট কারটি মধ্যে মুখোমুখি সংর্ঘষ হয়।অপরদিকে, সিএনজি অটোরিকশাটি ওই ২পরিবহনের পাশে ছিল।

এমন সময় ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত ২জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা ভোরের দিকে মারা যান।

নিহত ফারদিন নাসিরাবাদ বাটাগলি এলাকার আবুল বশর মিলনের ছেলে ও হানিফ হালিশহরের ব্রিকফিল্ড এলাকার মো. মুস্তফার ছেলে।

এসএমএন