ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন নেত্রকোনা সদর উপজেলা


২৩ সেপ্টেম্বর ২০১৮ ০৩:০৩

নেত্রকোনা
বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২-১ গোলে চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনা সদর উপজেলা।
 
শনিবার (২২সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনা জেলা স্টেডিয়ামে এ খেলাটি অনুষ্ঠিত হয়।
 
এ খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, এম.পি। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মইন উল হাসান। 
 
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা ক্রীড়া কর্মকর্তা আব্দুল বারী, আবু নাসের তালুকদার মিলু, সাইদুর রহমান, রুবেল হাসান প্রমুখ।
 
অতিথিরা মাদক ও জঙ্গীবাদ নির্মূলে খেলাধুলার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
 
একেএ